সকল মেনু

মাগুরায় পিআইবির ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

Magura1439990012নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৯ আগস্ট : তৃণমূল পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ছড়িয়ে দিতে মাগুরায় বুধবার বিকেলে শেষ হয়েছে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ। বুধবার বিকেল ৫টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। মাগুরা প্রেসক্লাবের সদস্যসচিব শরীফ আমিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষক মো. আব্দুল মান্নান। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন শাহীন ও সাগর জামান। সমাপনি অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তিন দিনের প্রশিক্ষণে সংবাদ, সংবাদের বৈশিষ্ট্য, সংবাদের উপাদান, সাংবাদিকের কাজ ও গুণাবলী, সংবাদ সংগ্রহের উৎস-ধরন-কৌশল, সংবাদ লেখার কৌশল, রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, তথ্য অধিকার আইন ও রিপোর্টিং, সংবাদপত্রের ভাষা, ফিচার লেখা, সংবাদের বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকের জবাবদিহিতা এবং সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top