নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৩ আগস্ট : মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদাবাজি করার সময় তিন ভুয়া ডিবি পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গ্রেফতারকৃত তিন ডিবি পুলিশ হেলা– মিলন শেখ (৩২ ), তৌহিদুল রহমান শিতল (২৮) ও তুহিন হোসেন (২৯ )। এদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে।
শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার শ্রীকোল বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিল। এ সময় বাজারের লোকজন তাদেরকে সন্দেহ করে ধরে ফেলে গণপিটুনি দিয়ে শ্রীপুর থানায় পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি আরো দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিবি পরিচয় দিয়ে কিছু প্রতারক চক্র চাঁদা আদায় করছে বলে আমরা জেনেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় পাঠানো হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।