নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ আগস্ট : হবিগঞ্জে নদীতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের নাজিরপুরে সুতাং নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত ২ বোন হচ্ছে- ওই গ্রামের ভানু সরকারের মেয়ে রূপালী (৩) ও তার চাচাতো বোন গৌরাঙ্গ সরকারের মেয়ে প্রিয়াংকা সরকার (৩)। স্বজনরা জানায়, তারা দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে ২ বোন বাড়ির পার্শ্ববর্তী সুতাং নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের নদীতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।