নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ আগস্ট : মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার কারিগরপাড়ায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ এবং বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার আরো ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো- মামলার ৬ নম্বর আসামি মো. ফরিদ (৩৫) ও ১২ নম্বর আসামি মো. মিল্টন (১৯)। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, ২ আসামিকে রাত সাড়ে ৯টার দিকে মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই ২ আসামি ঢাকা থেকে সুমন ডিলাক্স নামের পরিবহণে চুয়াডাঙ্গার আলামডাঙ্গায় যাচ্ছিল। ওই মামলায় মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হলো। এর আগে গ্রেফতার ৬ আসামি হলো- মো. সুমন, মো. সোবহান, সেন সুমন, নজরুল ইসলাম, মো. সাগর হোসেন ও তার ভাই মো. বাপ্পী। ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুইপক্ষের গুলির মধ্যে পড়ে নাজমা বেগম, তার পেটে থাকা শিশু এবং নাজমার চাচা-শ্বশুর মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন। পরদিন মমিন ভূঁইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃদ্ধ মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া গত ২৬ জুলাই মোট ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।