সকল মেনু

পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৩ ঘণ্টার পর লঞ্চ চলাচল শুরু

untitled-1_151503

নিজস্ব প্রতিবেদক-মানিকগঞ্জ, হটনিউজ২৪বিডি.কম ২৭ জুলাই : বৈরী আবহাওয়ার কারণে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।  সোমবার সকাল ৭টা থেকে আবারো চলাচল শুরু হয়। এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ঝড়ো হাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পোর্ট অফিসার সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়ার উন্নতি ঘটলে লঞ্চ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়ওয়া দুর্ঘটনার এড়াতে রোববার বিকেলে থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২৫টি ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১০টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top