বেলাব(নরসিংদী) প্রতিনিধি: বেলাবতে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রী সমর নামে এক গামেন্টস কর্মী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের কাঙ্গালীয়া নামক স্থানে। নিহত শ্রী সমর কিশোরগঞ্চ উপজেলার পিরোজপুর গ্রামের শ্রী ক্ষীতিশ দাসের ছেলে এবং বেলাব উপজেলার নারায়নপুর সুইট ফ্যাক্টরী সেন্টাল লিমিটেডে কাজ করত। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সকালে সমর ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পায়ে হেটে তার কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহি বাস( ঢাকা মেট্রো ব-১৪৭৩৫০) চাপা দিলে ঘটনাস্থলেই শ্রী সমর মারা যায়। এলাকাবাসি ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।