সকল মেনু

আজ ১৫৫ বাংলাদেশি ফেরত আসছে

Ovibasi1437501689কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে শনাক্ত আরো ১৫৫ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে আজ।

মঙ্গলবার বিষয়টি হটনিউজ২৪বিডি.কমকে নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রবিউল ইসলাম।

তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টায় মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তাদের ফেরত আনা হবে।

গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসী প্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন ফেরত আনা হয়েছে। উদ্ধার হওয়া অপর ৫৮ জনের মধ্যে ৩৭ জনকে গত ১৯ জুন ফেরত আনা হয়।

এ ছাড়া গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির নৌ-বাহিনী আরো ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্যে ১৫৫ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top