সকল মেনু

মুকসুদপুরে কবিতা উৎসব

unnamedগৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর সাহিত্য পরিষদ আয়োজিত দিনব্যাপী কবিতা উৎসব শেষ হয়েছে। শনিবার সকালে উৎসবে দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা, কবিতা আবৃতি ও কবি আড্ডা। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি আতিয়ার রহমান।  উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুুল আলম শিমুল ওই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী অফিসার মু: খায়রুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম বেলায়েত, মুক্তিযোদ্ধা ফিরোজ খান, হায়দার হোসেন প্রমুখ। দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় একশ’ কবি তাদের নিজের লেখা কবিতা আবৃতি করেন। কবি আড্ডায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top