সকল মেনু

বেলাবতে মাদক ব্যবসায়ী আটক

 unnamedবেলাব(নরসিংদী) প্রতিনিধি: বেলাব থানা পুলিশ ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১১৭ কেজি গাঁজা সহ মাসুদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ৬ মে মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর বাসষ্ট্যান্ড ডিউটিতে থাকা পুলিশের সিগন্যাল অমান্য করে মাদক বহনকারী ট্রাক চলে গেলে বেলাব থানার এস,আই আনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে তারা করে পাশ্ববর্তী শিবপুর থানা এলাকা থেকে তাকে ট্রাক সহ মাদক ব্যবসায়ী মাসুদ মিয়াকে আটক করে।  আটক কৃত মাসুদ এর বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নারগানা গ্রামের হরযত আলীর ছেলে। বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খাঁন জানান, রাতে একটি টাটা ট্রাক চালকের গতিবৃদ্ধি সন্দেহ হলে তাকে গতি কমানোর জন্য সিগন্যাল দিলে সে বেপোরোয়া হয়ে গাড়ি চালাতে থাকে। পরে তাকে ২০/২৫ কিলো ধাওয়া করে শিবপুর থানা এলাকা থেকে তাকে ট্রাকসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বেলাব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top