রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ২ মে খাদ্যে ভেজাল অভিযানকালে ১জনের বিরুদ্ধে মামলা, এবং ১ হাজার টাকা জরিমানাসহ মালামাল জব্দ করা হয়। জানা যায়, জেলা স্যানেটারী ইন্সপেক্টর আসিস কুমার শাহার নেতৃত্বে খাদ্যে ভেজাল অভিযান চলাকালে উপজেলা ডিগ্রী কলেজ মাঠে বৈশাখী মেলায় দিনাজপুর দক্ষিন বালু বাড়ী এলাকার সেলিমের ছেলে জাহেদুল (১৮) হাওয়াই লাড়–তে ভেজাল দেওয়ার অপরাধে তার হাওয়াই লাড়– মেশিনটি জব্দ করা হয়। নেকমরদ রফিক বেকারী অভিযান চালিয়ে ভেজাল জুস এবং লাঠি চকলেট জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে খাদ্য আইনে বি ধারা মতে মামলা দায়ের করা হবে। পৌর শহরে বন্দরে ফালগুনি সুইটস হোটেলের মালিককে মিষ্টি খোলা অবস্থায় রাখার অপরাধে দ্বন্ডবিধি ৪৭ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সহকারী স্যানেটারী ইন্সপেক্টর সারওয়ার , জাহেদুল ইসলাম এবং সাংবাদিক আশরাফুল আলম, খুরশিদ আলম শাওন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।