নিজস্ব প্রতিবেদক : অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।
জরুরি এক সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন এম মনজুরের প্রধান নির্বাচনী এজেন্ট ও চট্টগ্রাম বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে মনজুর আলম বলেন, ‘আর কখনও রাজনীতি করব না। সমাজসেবা করব।
আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের এজেন্টদের কোথাও ঢুকতে দেওয়া হচ্ছিল না। ভোট কেন্দ্রের বাইরেও সরকার দলীয় লোকজন এলাকা দখল করে আছে। এ কারণেই আমরা নিজেদের নির্বাচন থেকে সরিয়ে নিয়েছি।’
বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আল নোমান বলেন, ‘আমরা আগে থেকেই যে ভোট কারচুপির আশঙ্কা করছিলাম তাই বাস্তবে ফলেছে। সরকার দলীয় ক্যাডারদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণেই মনজুর আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।’
এদিকে নির্বাচন বর্জন প্রসঙ্গে রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেন, ‘ভোট বর্জনের কোনো লিখিত অভিযোগ আমরা পায়নি। ভোট বিকেল ৪টা পর্যন্তই চলবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।