মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় দুই শতাধিক ঘরবাড়ী লন্ডভন্ড হয়ে গেছে। বুধবার ভোর রাত ও সকালে উপজেলার উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত ঘূর্ণিঝড়ে বাড়ীঘড় সহ বিদ্যুতের লাইন ও গাছপালা লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। প্রবল শিলাবৃষ্টিতে ব্যুারো ধানের ব্যপক ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ইউনিয়ন হচ্ছে মোস্তফাপুর, গিয়াসনগর, কনকপুর এবং কামালপুর। এ ছাড়াও কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় ঘুর্ণিঝড়ের আঘাতে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ঘুর্ণিঝড়ের সময় ঘর ও গাছে নীচে চাপা পরে অন্তত ১৫ জন আহত হবার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।