সকল মেনু

রেল যোগাযোগ সিলেটের সঙ্গে সারাদেশের বন্ধ

 Trinsm_868400522মৌলভীবাজার প্রতিনিধি: জেলার কমলগনজ উপজেলার লাউয়াছড়া এলাকায় কালবৈশাখী ঝড়ে ৩৫টি গাছ উপড়ে পড়ায় ‍সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২২এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়,আটকাপড়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে,সিলেট থেকে ছেড়ে আসা কুশিয়ারা একপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা উপবন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন।

শ্রীমঙ্গল রেলওয়ের সহকারি স্টেশন মাষ্টার মো. নাজমুল হক বিষয়টি নিশ্চত করে জানান,গাছ সরানোর জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top