নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: সোমবার বিকেলে চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে নির্বাচিতদের শপথ বাক্য পড়ান চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। শপথ গ্রহন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোঃ শামছুল হক ভ’ঁইয়া এবং চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালও উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-সচিব মোঃ নূরুল্লাহ নূরী। বিভাগীয় কমিশনার প্রথমে মেয়র নাছিরউদ্দিন আহমেদ, পরে পর্যায়ক্রমে মহিলা কাউন্সিলার ও সাধারণ কাউন্সিলারদের শপথ বাক্য পাঠ করান। নয় বছর পর গত ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আ’লীগ সমর্থিত নাছিরউদ্দিন পুনঃনির্বাচিত হয়। ১৫ টি সাধারণ ওয়ার্ডে ১৫ জন এবং ৫ টি সংরক্ষিত ওয়ার্ডে ৫ জন মহিলা কাউন্সিলার নির্বাচিত হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।