নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরে কচুয়ায় শাশুড়ি খতেজা বেগম (৪৫)কে কুপিয়ে হত্যা করেছে মেয়ের জামাই। এ ঘটনায় জামাই সোহাগ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কচুয়া উপজেলার গোহাট ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই সোহাগ হোসেন ধারালো বটি দা দিয়ে শাশুড়ি খতেজা বেগমকে উপর্জপরি কোপায়। এসময় সোহাগের স্ত্রী শারমিন আক্তার (২০) ও শ্যালক সোহেল(১৫) চিৎকার দিলে বাড়ির লোকজন এসে সোহাককে আটক করে গণধোলাই দেয়। এঘটনায় আহত হয় শারমিন ও সোহেল। তারা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ঘাতক সোহাগ পুলিশি পাহাড়ায় হাসপাতালে চিক্যিসাধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।