নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: নৌ-র্যালির মাধ্যমে চাঁদপুরে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেছেন দুই মন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক র্যালি উদ্বোধন করেন। র্যালিতে কয়েকশ’ ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকা অংশ নেয়। র্যালিটি চাঁদপুর শহরের হার্ড পয়েন্ট হিসেবে বিবেচিত বড়ষ্টেশন মোলহেড থেকে শুরু হয়ে হরিণা ফেরি ঘাটে যেয়ে শেষ হয়। এর আগে বড় ষ্টেশন মোলহডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ওই দুই মন্ত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মোঃ শামছুল হক ভ’ঁইয়া এমপি, অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এমপি, চাঁদপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খান, মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান, বোরহান খান, মালেক দেওয়ান, শাহ আলম মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণারয়ের সচিব সেলীনা আফরোজা পিএইচডি। আলোচনা সভায় মন্ত্রীরা জানান, কারেন্টজাল ব্যবহার ও উৎপাদনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে। অচিরেই কারেন্টজাল উৎপাদন ও বিপনন বিরোধী অভিযান পরিচালনা করা হবে। তারা বলেন, অভয়াশ্রম চলাকালে জেলেদের পুনর্বাসনে সরকারের নেয়া বর্তমান পদক্ষেপ আরো উন্নীত করা হবে। কিন্তু কোনভাবেই জাটকা শিকার করতে দেয়া হবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।