সকল মেনু

চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ

Chandpur_Map   শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: দীর্ঘ নয় বছর পর চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে লাইনে যদি ভোটারের উপস্থিতি থাকে তাহলে ৪টার পর হলেও সে ভোট নেয়া শেষ করতে হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ১ লাখ ১ হাজার ১২২ জন। এর মধ্যে পুরুষ ৫১ হাজার ৩শ’ ৪০ ও নারী ভোটার ৪৯ হাজার ৭শ’ ৮২ জন। ১৫টি ওয়ার্ডের জন্য মোট ভোট কেন্দ্র ৪৯টি আর ভোট কক্ষ (বুথ) মোট ৩শ’ ৪৫টি। ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১শ’ ২৩ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীর্ঘ নয় বছর পৌরসভাকে পরিচালনা করেছেন সেই মেয়র নাছির উদ্দিন আহম্মদ (মোবাইল), আর অপরজন হচ্ছেন এই পৌরসভারই সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া (পানির জগ)। ১১ মার্চ প্রার্থীরা প্রতীক পেয়ে চূড়ান্ত ভোট যুদ্ধে নেমে পড়েন। বিরামহীনভাবে প্রচার-প্রচারণা, গণসংযোগ ও উঠোন বৈঠক করতে থাকেন। শুক্রবার মধ্য রাত থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যায়। ১৭ দিনের প্রচার-প্রচারণায় পুরো পৌর এলাকা সরগরম ছিলো। এই ১৭ দিনের প্রত্যেক দিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরে অনবরত মাইকিং চলেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top