বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যৌথ অভিযান চালিয়ে ভাঙচুর ও নাশকতা মামলায় ২০ দলীয় জোটের ৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রঞ্জু মওলা (৩৭), সদর উপজেলার গোকুল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আপেল মাহমুদ (২৪), একই ইউনিয়নের শিবির নেতা আব্দুল্লাহ রাজি (১৯) ও দফতর সম্পাদক আব্দুস সালাম (১৯)।
এএসপি গাজিউর রহমান জানান,গত ২৪ ঘণ্টায় পুলিশ, বিজিবি ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে এক বিএনপি নেতা ও ৩ জন জামায়াত-শিবিরের নেতাসহ ২০ দলের আটজনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।