সাতক্ষীরা প্রতিনিধি: পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশে । এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই। তাই সকল ধর্মালম্ভীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে স্ব-স্ব ধর্ম পালন করতে হবে। তিনি আরো বলেন,এদেশে সকলের অধিকার সমান। কেউ যদি ধর্মের নামে বাড়াবাড়ি করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি আশাশুনি তুয়ারডাঙ্গা সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তুয়ারডাঙ্গা সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি হরিপদ বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আলহাজ্ব শাহানেওয়াজ ডালিম, শেখ জাকির হোসেন, সাংবাদিক গোলাম সরোয়ার , কৃষ্ণ ব্যানার্জী ,রবিউল ইসলাম, অনাল মুখার্জী, বঙ্কিম মুখার্জী,শ্যামল কুমার বৈদ্য, গনেশ মন্ডল, শেখর চক্রবর্তী,গৌরাঙ্গ কুমার প্রমূখ। রাতভোর ধর্মীয় যাত্রা সাধক রাম প্রসাদ অনুষ্ঠিত হয়। খাজরা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শক যাত্রা উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জিটির সাংবাদিক অসিম বরণ চক্রবর্তী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।