সকল মেনু

সাতক্ষীরা জেলায় ৮ হাজার ১৭৫ জন

 সাতক্ষীরা প্রতিনিধি: গম উৎপাদন বাড়াতে সাতক্ষীরার সাতটি উপজেলার ৮ হাজার ১৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষককে প্রনোদনা দেয়া হয়েছে। এসব প্রনোদনার মধ্যে রয়েছে বিনামুল্যে গম বীজ ও সার বিতরন। কৃষি মন্ত্রনালয়ের অধিনে প্রনোদনা প্যাকেজের অংশ হিসেবে সাতক্ষীরার সাতটি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ওই প্রনোদনা দেয় হয়। এতে করে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি জেলায় গম উৎপাদন বাড়বে বলে আশা করছেন জেলা কৃষি সম্প্রসারন বিভাগ।সাতক্ষীরার কলারোয়ার উপজেলার ঝাপাঘাট গ্রামের প্রান্তিক কৃষক আরশাফ আলী ও আকবার আলী জানান, স্থানীয় কলারোয়া উপজেলা কৃষি অফিস থেকে প্রনোদনা হিসেবে সার ও বীজ পেয়ে তারা প্রত্যেকে এক বিঘা করে গম চাষ করেছেন। তারা আরো জানায়, বিঘা প্রতি প্রায় ৩ হাজার টাকা করে খরচ হলেও প্রনোদনা হিসাবে তারা ১ হাজার ৬০০ করে পেয়েছে সার ও বীজ ক্রয় বাবদ। উৎপাদন খরচ পুরোটা না পেলেও তারা উপকৃত হয়েছে বলে জানান।সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের জন্য সাতক্ষীরার সাতটি উপজেলায় প্রনোদনা প্যাকেজের অধিনে কৃষি উপকরন হিসেবে গম বীজ ও সার ক্রয় বাবদ ৮ হাজার ১৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ১৫৫ টাকা প্রদান করা হয়েছে। এরমধ্যে সাতক্ষীরা সদরে ৬৩ লাখ ৬৩ হাজার টাকা, কলারোয়ায় ২৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা, তালায় ২৩ লাখ ৮৬ হাজার ১২৫ টাকা, দেবহাটায় ১ লাখ ১৩ হাজার ৬২৫ টাকা, কালিগঞ্জে ৫ লাখ ৬৮ হাজার ১২৫ টাকা, আশাশুনিতে ৩ লাখ ৪০ হাজার ৮৭৫ টাকা ও শ্যামনগর উপজেলায় ১ লাখ ১৩ হাজার ৬২৫ টাকা।সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আব্দুল গফুর জানান, উপকুলীয় জেলা সাতক্ষীরায় গম উৎপাদন বাড়ানোর জন্য এই প্রনোদনা দিয়েছে সরকার। তবে আশা করা হচ্ছে জেলার এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ওই প্রনোদনা পেয়ে যেমন উপকৃত হবে তেমনি গম উৎপাদনও বাড়বে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top