সকল মেনু

গাইবান্ধায় যাত্রীবাহী ভটভটি উল্টে নিহত ১: আহত ৮

 গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে যাত্রীবাহী ভটভটি উল্টে মেত্তা মন্ডল (৩০) নামে এক ব্যক্তি নিহত ও শিশুসহ আরও ৮ জন গুরুত্বর আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পঁচার বাজারের ভাতগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে ছেড়ে আসা একটি বিয়ের যাত্রীবাহী ভটভটি ফরিদপুরের চাঁদ করিমের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌছিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মেত্তা মন্ডল (৩০), তার শিশু কন্যা মিস্টি খাতুন (৫), রেজোয়ান (২৮) ও নেজামের স্ত্রীসহ (২৫) আরও অজ্ঞাত চার ব্যক্তি গুরুত্বর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেত্তা মন্ডল মারা যান। ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজম মন্ডল নীরব দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top