কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে আজ মঙ্গলবার শেষ হলো ১৫ দিন ব্যাপী চলা বেসিক আইটি ও আইসিটি লিটারেসি কোর্সের।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় পিরোজপুর সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষেগত ১২ ফেব্র“য়ারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের লানিং এন্ড আনিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ কোর্সে শুধুমাত্র মহিলাদের কম্পিউটার প্রশিক্ষন দেয়া শুরু হয়। শেষ হয় ২ মার্চ।
প্রতি ব্যাচে ২০ জনকে প্রশিক্ষনার্থীকে ১৫ দিনের প্রতিটি কোর্সে ৯০ ঘন্টা প্রশিক্ষন দেয়া হয়। । জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহজযোগিতায় প্রশিক্ষন প্রদান করবে বেসরকারি প্রতিষ্ঠান পিআই সিস্টেমস লিমিটেড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।