রংপুর প্রতিনিধি : রংপুরে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ২০ এবং জামায়াতের ১ জন রয়েছে। বৃহস্পতিবার রাতভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ও কোতয়ালি থানার ওসি(তদন্ত ) মিজানুর রহমান জানান, হত্যা, খুন, ডাকাতি, নাশকতার অভিযোগে এবং ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় রংপুরের শীর্ষ সন্ত্রাসী জয়নাল মির্জাকে রংপুর সরকারি কলেজের পিছন থেকে গ্রেফতার করে এসআই হোসেন আলী । সে যুবদল নেতা রেজাউল করিম মিলন, ডিশ ব্যবসায়ী বুলেট হোসেন ও রতন হত্যা মামলা, ছিনতাই, চাঁদাবাজীসহ ২২ মামলার আসামী। দীর্ঘদিন সে কারাগারে ছিল। জামিনে বের হয়ে ছিনতাই ডাকাতিসহ নানা ধরনের অপরাধ কাজ শুরু করে। এছাড়া অন্যান্য গ্রেফতারকৃতদের জিঞ্জাসাবাদ শেষে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।