সকল মেনু

বরগুনায় ২ শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি, ৭ লাশ উদ্ধার

বরগুনায় ট্রলারডুবি,বরগুনা প্রতিনিধি : বরগুনার পায়রা নদীর মোহনায় প্রায় ২শ’ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ট্রলারটি বরগুনার চলাভাঙ্গা দরবার শরীফের মাহফিলে যাচ্ছিলো। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে পায়রা নদীর তেঁতুলবাড়িয়ায় আসার পর ট্রলারটি ডুবে যায়।

এ সময় স্থানীয়রা ৩ জনের লাশ উদ্ধার করে। পরে ট্রলারের ভেতর থেকে দু’জন এবং ইঞ্জিন রুম থেকে দু’জনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। অন্যরা সাঁতরে তীরে উঠে গেলেও ২ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এফভি খাদিজা নামে ট্রলারটি এরই মধ্যে তীরে নিয়ে আসা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top