বরগুনা প্রতিনিধি : বরগুনায় পরিত্যক্ত অবস্থায় ১১টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে ব্যাগ ভর্তি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। নাশকতা চালাতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা বোমাগুলো এখানে ফেলে গেছে বলে ধারনা করছে পুলিশ।
বরগুনার পুলিশ কর্মকর্তা বলেন, দেওয়ান বাড়ির গোয়াল ঘরের পাশে রাখা লাকড়ির স্তূপের ভেতরে পেট্রোল বোমাগুলো পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।