ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ফটোগ্রাফার মজিদ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের সিনিয়র বিচারিক হাকিম মোঃ আরিফুজ্জামান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এই আদেশ দেন।
মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ৯ অক্টোবর আইনজীবী মোঃ গণি আমিন বাকলাই কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে মতিউর রহমান ও আলোকচিত্রী মজিদ খানের বিরুদ্ধে এই মামলা করেন।
মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। পরে ২ দফায় ১১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি আসামিদের হাজির হতে আদেশ দেন। তারা কেউ আদালতে হাজির না হওয়ায় আজ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।