কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : নব গঠিত পিরোজপুরের টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সদস্যরা এক সৌজন্য সাক্ষাত করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাশে সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে। আজ বুধবার বেলা ১১ টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় মন্ত্রীর বাড়িতে এসোসিয়েশনের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফিরোজ আহমেদ, সভাপতি রশিদ আল মুনান সুজন, সম্পাদক শিরিনা আফরোজ, সহ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউল হক, দপ্তর সম্পাদক অভিজিৎ মন্ডল, নির্বাহী সদস্য শেখ রিয়াজ আহমেদ নাহিদ ও কবির হোসাইন এবং সাধারন সদস্য এইচ এম জুয়েল, মশিউর রহমান রাহাত, হাসিবুল ইসলাম হাসান ।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনিরুজ্জামান নাসিম আলী ও আতায়ে রব্বানী ফিরোজ সৌজন্য স্বাক্ষাতে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।