সকল মেনু

মনপুরায় এনপির অর্ধাশতাধিক নেতা-কর্মী আ’লীগে যোগদান

 ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের অর্ধাশতাধিক নেতা-কর্মী আ’লীগে যোগদান করে। উপমন্ত্রী জ্যাকবের উন্নয়নে সন্তুষ্ট হয়ে বিএনপি ছেড়ে আ’লীগে যোগদেন বলে জনা যায়।উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়নের বিএনপি নেতা মজিবল হকের নেতৃত্বে ২০ জন, ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা নুরনবী মিয়ার নেতৃত্বে ২০ জন ও ৯ নং ওয়ার্ড ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০ জন উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরীর দীপকের গলায় ফুলের মালা দিয়ে আ’লীগে যোগদান করে। যোগদান অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক আবুল কাশেম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ডাঃ জি এম জাহাঙ্গীর আলম, আবুল কালাম, হাজিরহাট ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফকিরহাট বাজার কমিটির সভাপতি মোঃ হুমায়ন কবির, হাজিরহাট ইউপি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক মোঃ জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top