সকল মেনু

কমলগঞ্জে রাস পূর্ণিমা থেকে ১০ নারী ছিনতাইকারী আটক

 মৌলভীবাজার প্রতিনিধি: মণিপুরী সম্প্রদায়ের মহারাস উৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর রাস উৎসব থেকে পকেটমার ও ছিনতাইকারী চক্রের ১০ নারী সদস্যকে পুলিশ আটক করেছে। ১০ নারীই মুসলমান হলেও শাখা-সিঁদুর পরিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার সন্ধ্যায় টহলরত পুলিশ তাদের আটক করে।    পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় রাস উৎসবে মানুষের প্রচন্ড ভিড়ে অভিনব কায়দায় পকেটমার ও ছিনতাইকারী চক্রের নারীরা রাস উৎসবে এসে ঘোরাঘুরি শুরু করে। ১০ জনই মুসলমান হলেও মাথায় শাখা ও সিদুঁর পরিয়ে আসে। গোপন সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার টহলরত পুলিশ সদস্যরা তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে চম্পা বেগম (৩০), বীনা বেগম (২৫), তাইরুল বেগম (২৫), কমলা বেগম (৩০), মেহেরজান (৩৫), নাজমা (২৫), আঙ্গুরা বেগম (৪৫), নূরজাহান বেগম (২০) ও কুলসুমা বেগম (২০) কে আটক করা হয়। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল। সুফিয়া খাতুন (৪৫) নামে অপর এক নারী সদস্যের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাঘাছড়া গ্রামে। আটক ওই ১০ নারী সদস্যকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি এনামুল হক জানান, ৫৪ ধারায় আটক দেখিয়ে তাদের ১০ জনকে শুক্রবার মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top