সকল মেনু

কক্সবাজার গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

 হটনিউজ ডেস্ক: কুখ্যাত রাজাকার কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখায় আনন্দ মিছিল করেছে কক্সবাজার গণজাগরন মঞ্চ। বেলা ১২টায় কক্সবাজার পুরাতন শহীদ মিনার থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা মনির মোবারক, সাবেক ছাত্রনেতা এইচএম নজরুল ইসলাম, গণজাগরণ মঞ্চের সংগঠক সৌরভ দেব, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অন্তিক চক্রবর্তী, উদীচী সংগঠক ফয়সাল মাহমুদ সাকিব, জুয়েল কুমার ধর অর্জন, শহর ছাত্র ইউনিয়ন সভাপতি আবদুল আজিজ রিপন, সাধারণ সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস, কক্সবাজার প্রজন্ম মঞ্চ এর সাধারণ সম্পাদক মোঃ সাহেদ, সাইফুল ইসলাম সাইফ, আরিফুল ইসলাম, ছাত্রনেতা মুরিদুল ইভান, উত্তম মারমা, শেখর পাল, অরূপ বড়–য়া প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে সকল যুদ্ধাপরাধির ফাঁসির রায় বাস্তবায়নের দাবী জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top