সকল মেনু

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাথে প্রশাসনের সৌজন্য সাক্ষাত

 কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি: নবগঠিত পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যরা সৌজন্য সাক্ষাত করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর সাথে। আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ও পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেনকে তাদের অফিস কক্ষে এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের স্বাগত জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় পিরোজপুরে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top