ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নার্সিং কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন অধ্যায়নরত নার্সরা। সোমবার সকাল ১০টা থেকে অধ্যক্ষ ও হাউজ কিপার অপসারণের দুই দফা দাবিতে তারা এ ধর্মঘট পালন শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জমায়েত হয়ে সমাবেশ করেন। এদিকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।