সকল মেনু

পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

 কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুরে ৫ গুনিজনকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। গতকাল বৃহস্পতিবার রাতে এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল। জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো: জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন।  পুরস্কার প্রাপ্তরা হলেন আবৃতিতে লায়লা পারভীন, সংগীতে ক্ষমা দাস গুপ্তা, লোক সংস্কৃতিতে অজিত কুমার মিস্ত্রি, নাট্যকলা আ ফ ম রেজাউল করিম ও যাত্রাশিল্পে তপন পাগল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top