সকল মেনু

বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা হবে : বীরেন

 মাগুড়া প্রতিনিধি : ১৯৭১ সালের পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের লোকজনকে হত্যা করে বদলা নিতে চেয়েছিল। জাতির জনকের  পরিবারকে নিশ্চিহ্ন করতে না পেরে তারা আবার ২০০৪ সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালায়। আমরা তাদের ওপর গ্রেনেড হামলা করব না।  বিএনপি-জামাতকে রাজনৈতিকভাবে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে। বুধবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ কথা বলেন। মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু নাসির বাবলু, আব্দুল মান্নান, হাবিবুর রহমান, শামছুর রহমান ও ঈদুল শেখ। অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। ’৭১ এ পরাজয়ের প্রতিশোধ নিতেই তারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে। শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বার চেষ্টা করেছে। কিন্তু খালেদা জিয়ার ওপর একবারো হামলা হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top