সকল মেনু

বন্দুকযুদ্ধে সুন্দরবনে বনদস্যু প্রধান নাসির নিহত

 বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু নাসির বাহিনীর প্রধান নাসির নিহত হয়েছেন। এ সময় ছয়টি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের পশুর নদীর হারবাড়িয়া পয়েন্টে এ ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর অধিনায়ক ফরিদুল আলম হটনিউজ২৪বিডি.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বনদস্যু নাসির বাহিনীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এ সময় র‌্যাব বাহিনীর সদস্যদের লক্ষ্য করে নাসির বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে নাসির নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top