মাদারীপুর প্রতিনিধি: অবেশেষে বহু জল্পনা-কল্পনার পর পদ্মায় ডুবে যাওয়া এমভি পিনাক-৬ নামের লঞ্চটির সন্ধান পাওয়া গেছে। এমন দাবি করেছেন মুন্সীগঞ্জের মেঘনা চেইন কপ্পা অ্যান্ড সাইকেল মার্টের পরিচালক ডুবুরি হাসান। মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি এ দাবি করেন। টানা ৮দিন সরকারিভাবে উদ্ধার তৎপরতার কোনো অগ্রগতি না পেয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক উদ্ধারের কাজ সোমবার স্থগিত করেন। এরপর লঞ্চটির অবস্থান শনাক্ত করেছেন বলে দাবি করছেন মো. হাসান। খুব শিগগিরই লঞ্চটি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মেঘনা চেইন কপ্পা অ্যান্ড সাইকেল মার্টের পরিচালক মো. হাসান জানান, সোমবার সকালে সনাতন পদ্ধতিতে ২০ জনের একটি দল লঞ্চটির অবস্থান নিশ্চিত করে। এরপর চেইন কপ্পা দিয়ে মাঝ পদ্মায় লাল চিহ্নের একটি ছোট ড্রাম দিয়ে বেঁধে রাখা হয়। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানান তিনি।
তবে শিগগিরই লঞ্চটিকে উদ্ধার করা হবে। গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজে অনেক অগ্রগতি পাওয়া গেছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেন হাসান।
উল্লেখ্য, মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়াগামী প্রায় ৩ শতাধিক যাত্রী নিয়ে এমভি পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ২৬ জনের মৃতদেহ শনাক্ত করে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের তথ্যকেন্দ্র থেকে নিহতদের পরিবারের কাছ হস্তান্তর করা হয়। ১৮ জনের পরিচয় শনাক্ত করা না যাওয়া শিবচর পৌর কবরস্থানে তা দাফন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।