সকল মেনু

প্রিয়াঙ্কা কংগ্রেসের শীর্ষ পদ নিচ্ছে না

 ডেস্ক রিপোর্ট : কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী দলের শীর্ষ পদে আসছেন না। তিনি শীর্ষ পদে বসছেন না বলে  জানিয়ে দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কংগ্রেসের শীর্ষ পদ নিচ্ছি বলে ধারাবাহিকভাবে অনুমাননির্ভর কথা বলা হচ্ছে। এসব কথার আসলে কোনো ভিত্তি নেই, এগুলো অপপ্রচার।’

তিনি বলেন, ‘যারা এই অনুমাননির্ভর কথা ছড়াচ্ছেন, তারা যদি এ কাজ বন্ধ করেন তবে তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব।’

এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, প্রিয়াঙ্কা শিগগিরই কংগ্রেসের শীর্ষ পদে দায়িত্ব নিচ্ছেন।

ভারতে সর্বশেষ জাতীয় নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির কাছে শোচনীয়ভাবে হেরে যায় কংগ্রেস।
বুধবার গান্ধী পরিবার থেকে বলা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমাকে দলের গুরুত্বপূর্ণ পদে বসাতে চাওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তথ্যসূত্র : দ্য হিন্দু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top