কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের পাঁচ শতাধিক পরিবার আজ ঈদ- উল- ফিতর উদ্যাপন করছে।
সকাল সাড়ে নয়টায় ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়ি ও কচুবাড়ীয়া গ্রামের ফরহাদ মেম্বরের বাড়িতে দু’টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। সাপলেজা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে স্থানীয় ভাবে সুরেশ্বর (মাওলানা জান শরীফ শাহ ওরফে হযরত মাওলানা শাহে আহম্মদ আলী) সম্প্রদায় হিসেবে পরিচিত মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, চরকগাছিয়া ও বাদুরতলী গ্রামের প্রায় ৩ হাজার মানুষ আজকের এ ঈদ উদযাপন করছে। তারা গত দেড়শ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করে আসছে। স্থানীয় আলেমরা একদিন আগে ঈদ পালনে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।