সকল মেনু

বেলাবতে ঈদপূর্ব ভি.জি.এফ এর চাল বিতরনে অনিয়ম

বেলাব(নরসিংদী) প্রতিনিধি: “গরীবের ঈদের চাইলে পেট ভরে চেয়ারম্যান মেম্বারদের।  ইউনিয়ন পরিষদ থেকে ঈদের আগে ভি,জি,এফ কার্ডের ১০ কেজি চাইল যাদের একমাত্র সম্বল হেই গরীবদের চাইলেও ভাগ বসায় চেয়ারম্যান মেম্বাররা। প্রতিজনরে ২/৩ কেজি কইরা চাইল কম দিয়া মেম্বার চেয়ারম্যানরা তা মাইরা (আতœসাৎ))দেন”। সমকালের সাথে ক্ষোভের কথাগুলো বলছিলেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঙ্গালীয়া গ্রামের হতদরিদ্র হনুফা বেগম। উল্লেখ্য যে, গত ১৭ জুলাই নারায়নপুর ইউনিয়নে টেক অফিসার উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোঃ নূরুজামান অনুপস্থিতে হতদরিদ্রদের মাঝে ১০ কেজির স্থলে ৭/৮ কেজি করে ভি,জি,এফ কার্ডের চাল বিতরন করা হয়। খবর পেয়ে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ঘটনাস্থলে আসার পর প্রতি কার্ডধারীকে ১০ কেজি চাল দিলেও এর আগেই প্রায় শতাধিক হতদরিদ্রকে ২/৩ কেজি করে চাল কম দিয়েই বিদায় দেয়া হয়েছে। প্রতি রমজান ঈদকে সামনে রেখে উপজেলার ৮ ইউনিয়নের প্রায় সাড়ে ৫ হাজার হতদরিদ্রদের মাঝে ভি,জি,এফ কার্ডের চাল বিতরন করা হয়। অভিযোগ রয়েছে,প্রতিবারই এ কার্ডের চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠে। কিন্তু  সমাধান হয়না। ভি,জি,এফ কার্ড বাতিল হবে এই ভয়ে হতদরিদ্ররাও কিছু বলেনা। বাধ্য হয়েই ১০ কেজির স্থলে ৭/৮ কেজি চাল পেয়ে খুশি থাকতে হয়। সরেজমিনে গত ২১ জুলাই সোমবার উপজেলার চরউজিলাব,আমলাব,পাটুলী,বিন্নাবাইদ ইউনিয়নে ঘুরে কথা হয় একাধিক ভি,জি,এফ কার্ডধারীদের সংঙ্গে। এর মধ্যে সবাই ঈদ সামনে থাকায় আগে বাগেই চাল পেয়েছেন। গতকাল ভিজি,এফ কার্ডের চাল পাওয়া আমলাব ইউনিয়নের উজিলাব গ্রামের মাজেদা ও জোস্না বেগমের সাথে কথা হয়। তারা জানায় ১০ কেজি চাইল দেয় নাই। কম দেয়ার কারন জিজ্ঞাসা করলে পরিষদের দফেদাররা বলে, কমই দিব। নিলে নাও না নিলে কোন করার নাই। এরকম ভাবে পাটুলী,সররাবাদ,চরউজিলাব,বাজনাব,বিন্নাবাইদ, ইউনিয়নের প্রায় শতাধিক হতদরিদ্ররা একই অভিযোগ করে জানান, কোনদিনই চাইল সমান ১০ কেজি দেয়না। সামনে ঈদ। ভাবছিলাম ঈদের কারনে বুঝি সমান চাইল পাইবু। কিন্তু এহানেও মেম্বার চেয়ারম্যানরা ভাগ বসায়। কথা হয় নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তারেক আল হোসাইনের সাথে তিনি জানান, ১৭ তারিখে দফেদাররা চাল বিতরন করায় ওজনে কিছুটা কম হয়েছিল। কিন্তু পরবর্তিতে ইউ,এন,ও মহোদয় আসায় সমস্যা তাৎক্ষনিক ভাবে সমাধান করা হয়েছে। চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আমলাব ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সমকালকে জানান, কোন কার্ডধারীকেই ভি,জি,এফ কার্ডের চাল কম দেয়া হয়নি। এ ব্যাপারে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া,নারায়নপুর ইউনিয়নের ভি,জি,এফ কার্ডের চাল কম দেয়ার কথা স্বীকার করে বলেন, টেক অফিসার অনুপস্থিত থাকায় নারায়নপুর ইউনিয়নে চাল বিতরনে অনিয়ম হয়েছিল। খবর শুনে আমি ঘটনাস্থলে যাবার পর সমস্যার সমাধান হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top