সকল মেনু

চাটমোহরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনা ও চাটমোহর প্রতিনিধি,৫জুন :  : পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফারুক হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফৈলজানা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী জানান, নিহত ফারুক নেংড়ী গ্রামের খলিল মাস্টারের ছেলে। তিনি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, গরমের কারণে রাতে নিজের ঘরে জানালা খুলে ঘুমিয়েছিলেন ফারুক হোসেন। রাত আনুমানিক ২টার দিকে সন্ত্রাসীরা ওই খোলা জানালা দিয়ে ফারুককে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি ফারুকের পাঁজরে লাগে। পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহীতে নেওয়ার পথে মারা যান ফারুক। পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফারুক হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top