সকল মেনু

ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল কর্মীরা

 কবির হোসাইন,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে এমরান সেখ নামে এক ছাত্রলীগ নেতার হাত পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এমরান কলাখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ সাধারন সম্পাদক। শুক্রবার দুপুরে দিকে ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় এমরান তার বাবার সাথে বাড়ি থেকে বের হচ্ছিল। তখন পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা ছাত্রদল নেতা শুভ কাজীর নেতৃত্বে একদল ছাত্রদল নেতা-কর্মী অতর্কিত ভাবে এমরানের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। তাকে মারাত্মক জখম অবস্থায় পিরোজপুর হাসপাতালে আনা হলে তাকে জরুরীভাবে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top