কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারে দূর্বিত্ত্বদের ধারালো অস্ত্রের আঘাতে বাজারের পাহারাদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর কুপিয়ে আহত করেছে একই পরিবারের ৩ জনকে।ভান্ডারিয়া থানা সূত্রে জানাগেছে, গতকাল শনিবার রাত দেড় টায় ভান্ডারিয়ার ইকড়ি বাজারের পাশে একদল দূর্বিত্ত্ব শামসু মহুরী নামের এক সালিশদারের বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। এক পর্যায়ে দূর্বিত্ত্বরা শামসুর ছেলে শাহাদাত (৩২) ও সরোয়ার (২৫) কে কুপিয়ে আহত করে। পরে তার বাবা শামসু এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে। এর আগে দূর্বিত্ত্বরা শামসুর দুই প্রতিবেশী স্বজনের ঘর তালাবদ্ধ করে রাখে। এ সময় তাদের ডাক চিৎকারে বাজারের পাহাড়াদার আব্দুর রশিদ খান (৫৫) এগিয়ে এলে তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে দূর্বিত্ত্বরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ভান্ডারিয়া থানায় নিয়ে যায়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।