এম.এফ এ মাকাম: জামালপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সিরাজুল ইসলাম সেজু’র হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার সদরের আনন্দ বাজারে সেরা একাডেমীর ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সিরাজুল ইসলাম সেজু’র হত্যাকারী বখাটে ইমরান ও তার সহযোগীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানায়। এ নিয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করলেও এখনো কোন আসামী গ্রেফতার হয়নি। মানববন্ধনে বক্তব্য রাখেন সেজুর বিদ্যালয়ের পরিচালক আসাদুজ্জামান সেলিম,তার মা শিল্পি বেগম,বোন ঋতুবর্ন্যা লিজা সহ আরো অনেকে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য যে, বেশ কদিন থেকেই গ্রামের বখাটে ইমরান সিরাজুল ইসলাম সেজু’র বোন ৮ম শ্রেণীর ছাত্রী ঋতুবর্ন্যাকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এ নিয়ে সেজু প্রতিবাদ করেলে গত ৩০ মার্চ রাতে কোচিং খেকে বাড়ি ফেরার পথে ইমরান ও তার সহযোগীরা সেজুকে ধরে নিয়ে জোর করে পানীওর সাথে বিষে দিয়ে পান করে দেয়। পরে সেজু বাড়িতে গেলে তার অবস্থার অবনতি দেখে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।