সকল মেনু

রাজশাহীতে অগণিত মানুষের উপস্থিতিতে “লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠিত

রাজশাহী, ২৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : রাজশাহীতে অগণিত মানুষের উপস্থিতিতে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্টে বিভিন্ন শ্রেণী-পেশার অগণিত  মানুষের উপস্থিতিতে একযোগে জাতীয় সংগীত গাওয়া হয়।

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুর ১২টায় নগরভবন গ্রীণপ্লাজায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বাদ যোহর মসজিদে, অন্য উপাসানালয়ে সুবিধামত সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকাল ৩টায় সিনেমাহলে বিনা টিকিটে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শণী, ৪টায় মহিলাদের ক্রীড়া, আলোচনা ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ বনাম মুক্তিযুদ্ধ একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগীতা, সাড়ে ৪টায় একই স্থানে মেয়র একাদশ বনাম বিভাগীয় কমিশনার একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগীতা এবং সন্ধ্যা ৭টায় গ্রীণপ্লাজায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী চিড়িয়াখানা, বরেন্দ্র জাদুঘর, শিশুপার্ক দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top