জামালপুর প্রতিনিধি: চরাঞ্চলের হতদরিদ্র শিশুদের স্কুলমূখী করতে জামালপুরে মা সমাবেশ ও শিশুদের দুপুরে পুষ্টিকর গরম খাবার বিতরন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। বেসরকারী সংস্থা ব্র্যাকের আয়োজনে মিল প্রকল্পের আওয়াধীন জামালপুরের ইসলামপুর উপজেলা চরবাটিকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল । এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ব খাদ্য কর্মসূচী’র কর্মকর্তা মোঃ আনোয়ারুল কবির ,উপজেলা চেয়ারম্যান আব্দুল বারি মন্ডল, আওয়ামীলীগ নেতা চারলেছ চৌধুরী,সফিকুল ইসলাম , ব্র্যাক জেলা প্রতিনিধি গোলাম মোহাম্মদ, মোঃ আবুল কাশেম, সহ আরো অনেকে। এ সময় বক্তারা চরাঞ্চলের হতদরিদ্র শিশুদের স্কুলমূখী করতে দুপুরে পুষ্টিকর গরম খাবার বিতরনের মাধ্যমে শিশুদের পুষ্টির চাহিদা মিটিয়ে পড়ালেখায় আরো মনযোগী হয়ে দেশের উন্নয়নে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।