মাদারীপুর, ১৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : মাদারীপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে মস্তফাপুরে অবস্থিত মাদারীপুর স্পিনিং মিলস’র শ্রমিকরা কাজ শেষে একটি নসিমনে করে ঘটকচর যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের (সাকুরা পরিবহন) সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নসিমনের চালকসহ ৩ নারী শ্রমিকের মৃত্যু হয়।
নসিমনে ১৯ জন শ্রমিক ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ওসি মোফাজ্জেল হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।