সকল মেনু

বাউফলে ব্রিজ ভেঙ্গে আহত-১০

 নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ ফেব্রুয়ারি:  বাউফলের নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল গ্রামে একটি ব্রিজ ভেঙ্গে ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের ১৫-২০জন কৃষক ক্ষেত থেকে আলু তুলে ওই ব্রিজ দিয়ে বাড়ি ফেরার পথে তা হঠাৎ ভেঙ্গে পড়ে। এসময় নিরাশা রানী, সমীর চন্দ্র, গোপাল মন্ডল, লিটন হাওলাদার, সচীন মন্ডল, নেপালমন্ডল, সবুজ মন্ডল ও পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথি মন্ডলসহ ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গোপাল মন্ডল ও নিরাশা মন্ডলকে আশংকাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেঙ্গে পড়া ব্রিজটি পশ্চিম বটকাজল কুলু বাড়ি সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন হওয়ায় ওই স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থীসহ ৩টি গ্রামের কয়েক হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। পশ্চিম বটকাজল কুলু বাড়ি সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক অমূল্য রতন সিকদার জানান, গত অর্থবছরে এলজিএসপি প্রকল্পের আওতায় ব্রিজটি পূণনির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, পুরানো লোহার ভীম ও এ্যাঙ্গেল দিয়ে দায়সারা ভাবে কাজ করায় বছর যেতে না যেতেই ব্রিজটি ভেঙ্গে পড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top