সকল মেনু

বাউফলে আহত অবস্থায় একটি মায়া হরিন উদ্ধার

 নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ ফেব্রুয়ারি: বাউফলের কাছিপাড়া ইউপির দরিয়াবাদ গ্রাম থেকে আহত অবস্থায় একটি মায়া হরিন উদ্ধার করা হয়েছে।  বুধবার সকালে হরিনটি উদ্ধার করা হয়। জানাগেছে, ঘটনার দিন সকাল ৬টার দিকে ওই এলাকার সুমন নামের এক যুবক ছাগলের পালের সাথে হরিনটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন হরিনটিকে আটক করতে ১০-১২ কিলোমিটার পথ তাড়া করে। এক পর্যায় তারা পাশ্ববর্তি ছত্রকান্দা গ্রামের খলিল মৃধার বাড়ির সামনে থেকে হরিনটি আটক করে। স্থানীয় লোকজন প্রথমে হরিনটিকে শ্রীগাল মনে করে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। পরে তারা ওই ইউপির মেম্বার জাকারিয়া রাসেলের জিম্মায় রেখে আসে। এ খবর পেয়ে বাউফল বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হরিনটি উদ্ধার করে নিয়ে আসেন। হরিনটি প্রায় ৪ ফুট লম্বা। ২০কেজি ওজন। বাউফল উপজেলা বন কর্মকর্তা মোঃ চান মিয়া বলেন, প্রহারের কারণে হরিনটির শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। তাই হরিনটি চিকিৎসার জন্য পটুয়াখালী প্রানী সম্পদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হরিনটি সুস্থ হওয়ার পর সুন্দর বনে অবমুক্ত করে দেয়া হবে। স্থানীয় একটি সূত্র জানায়, কনকদিয়া ইউপর চেয়ারম্যান হিরন সিকদারের চাচাতো ভাই মোকলেস উদ্দিন চট্রগ্রাম থেকে প্রায় ২ বছর আগে হরিনটি পালনের জন্য নিজ বাড়িতে নিয়ে আসেন। বুধবার সকালে হরিনটি সবার অজান্তে লোকালয় চলে আসে। তবে ওই বাড়ির লোকজন হরিনটি তাদের নয় বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top