নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ ফেব্রুয়ারি : বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা মারধরে এফবি আল-রুমান ট্রলারের মাঝি শাহজান (৪০) মারা গেছে। গুরুতর জখম হয়েছে আরও ১০ জেলে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহজাহান শিকদার, বাবুল হাওলাদার, সোহরাব শিকদার ও কবির ফকিরকে রবিবার বিকালে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে প্রায় ৬০ কিলোমিটার গভীর সাগরবক্ষে ডাকাতের কবলে পড়ে ট্রলারের ১৬ জেলে। ট্রলারটিকে জিম্মি করে ডাকাতরা সবাইকে এলোপাথাড়ি পেটাতে থাকে। এসময় মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় মাঝি শাহজাহান। রাত তিনটার দিকে তিনি মারা যান। প্রায় ঘন্টাব্যাপী তান্ডব চালিয়ে নগদ টাকা-পয়সা, মাছ, জাল ও জ্বালানি লুটে নেয় ডাকাতদল। ট্রলার মালিক আবুল হোসেনের অভিযোগ পাথরঘাটার সাগর কোম্পানির তারিক-৩, তারিক-৪ ট্রলারে জলদস্যুরা হামলা চালায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত শাহজাহানের বাড়ি লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।