সকল মেনু

২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে-রাশেদ খান মেনন

 নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০৮ ফেব্রুয়ারি :  বেসামরিক বিমান  পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ৫জানুয়ারির নির্বচনের মধ্যদিয়ে মহাজোট সরকারের নেয়া চ্যালেঞ্জ সফল হয়েছে। আগামি বছরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। করা হবে পর্যটন শিল্পের পরিকল্পিত উন্নয়ন। তিনি বিএনপিসহ বিরোধীদলের উদ্দেশে বলেন সরকার আসবে, সরকার যাবে। রাজনীতিতে মতপার্থক্য থাকবে। মত প্রকাশ করতে হবে অহিংসপথে। দেশের অর্থনীতিকে ধ্বংস করা যাবে না। তাই দেশের স্বার্থে নিজেদের স্বার্থে সহিংসতা পরিহার করতে হবে। বাংলাদেশ থাকবে, দেশের উন্নয়ন নিয়ে এগিয়ে যেতে হবে। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। শনিবার শেষ বিকালে পর্যটন কর্পোরেশন এর ইয়ুথ-ইন-মোটেল মিলনায়তনে কুয়াকাটাস্থ হোটেল মোটেল ওণার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী রাশে খান মেনন আরও বলেন, দ্রুত কুয়াকাটার মাষ্টার প্ল্যান বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে। তিনি কুয়াকাটার ডেভলপার ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, শুধু জমি বেচাকেনার ব্যবসা করলে চলবে না। পর্যটন একটি শিল্প, এর উন্নয়নে কাজ করতে হবে। মন্ত্রী কুয়াকাটা, কলাপাড়া, তালতলীসহ বিভিন্ন মনোরম এলাকা নিয়ে পর্যটন শিল্পের সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বিরোধী দল বিএনপি জামায়াতের আন্দোলনের নামে জ্বালাও পোড়াও সহিংসতায় পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে জানান। পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন কর্পোরেশন এর পরিচালক কালী রঞ্জন বর্মণ, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি শফিকুল ইসলাম চান, সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান সোহেল। পর্যটনের উন্নয়নে ১৭ দফা প্রন্তাবনা উপস্থাপন করেন ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়ার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন। সভা শেষে মন্ত্রী রাশেদ খান মেনন কুয়াকাটা সৈকতে কিছুক্ষণ সময় কাটান। সেখানে তিনি বীচ পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন। ওয়াচ টাওয়ার নির্মানের নির্দিষ্ট জায়গা পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি রাখাইন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে রাখাইন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। শুক্রবার দুপুরে মন্ত্রী সড়ক পথে বরিশাল থেকে কুয়াকাটায় আসেন। কুয়াকাটায় রাত্রি যাপন করবেন। আজ, রবিবার সকালে পর্যটন পল্লী গঙ্গামতি সৈকত পরিদর্শন করবেন বলে জানা গেছে। মন্ত্রীর এসব কর্মসূচিতে কুয়াকাটা আওয়ামী লীগের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। তাই তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে কলাপাড়া পের মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা সন্ধ্যায় মন্ত্রীর সঙ্গে কুয়াকাটায় সাক্ষাৎ করেন। তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top